Monday, 29 December 2025

বাড়িতে বসে কি করে লোকাল ট্রেনের টিকিট বা Monthly কাটবেন।

বাড়িতে বসে কীভাবে লোকাল ট্রেনের টিকিট বা Monthly Pass কাটবেন।

এখন আর লাইনে দাঁড়িয়ে লোকাল ট্রেনের টিকিট বা Monthly Pass কাটার ঝামেলা নেই। রাস্তায় চলতে চলতে ও টিকিট কাটতে পারবেন। তার জন্যে আপনার একটি স্মার্ট ফোন ও স্মার্ট ফোনটিতে  UTS App চাই। মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই সহজে টিকিট ও মাসিক কাটতে পারেন। এই পোস্টে ধাপে ধাপে সবকিছু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হলো। আপনার মোবাইল কিভাবে  UTS App টি Install করবেন ও Registration কিভাবে করবেন UTS এ ক্লিক(Click) করুন।


প্রয়োজনীয় জিনিস

✔ অ্যান্ড্রয়েড মোবাইল
✔ ইন্টারনেট কানেকশন
✔ Google Pay / PhonePe / UPI Payment Apps
✔ বৈধ মোবাইল নম্বর


ধাপ ১: UTS on Mobile অ্যাপ ইনস্টল করুন

  1. Google Play Store খুলুন

  2. সার্চ করুন: UTS on Mobile

  3. Install করুন.


ধাপ ২: রেজিস্ট্রেশন করুন

  1. অ্যাপ খুলে Register চাপুন

  2. মোবাইল নম্বর দিন

  3. OTP দিয়ে ভেরিফাই করুন

  4. নাম, পাসওয়ার্ড সেট করুন


ধাপ ৩: লোকাল ট্রেনের সাধারণ টিকিট কাটার নিয়ম

  1. UTS অ্যাপ খুলুন

  2. Book Ticket অপশন চাপুন

  3. Normal Booking নির্বাচন করুন

  4. From Station ও To Station নির্বাচন করুন

  5. Ticket Type (Single / Return) বাছুন

  6. Payment করুন (UPI / Card)

পেমেন্ট করার  টিকিট সাথে সাথে মোবাইলে  Ticket চলে আসবে।


ধাপ ৪: বাড়িতে বসে Monthly Pass কাটার নিয়ম

  1. UTS অ্যাপ খুলুন

  2. Season Ticket অপশন চাপুন

  3. New Season Ticket নির্বাচন করুন

  4. From – To স্টেশন নির্বাচন করুন

  5. সময়কাল (1 Month / 3 Month) বাছুন

  6. Payment করুন

 প্রথমবার Monthly কাটার সময় ID verification  proof লাগবে ।


Monthly Pass রিনিউ করার নিয়ম

  • UTS অ্যাপ → Season Ticket

  • Renew Season Ticket নির্বাচন করুন

  • Payment করুন

 Monthly Pass Ticket  রিনিউ হয়ে যাবে।




No comments:

Contact Form, Thanks for visiting my site

Name

Email *

Message *

Labels