বাড়িতে বসে কীভাবে লোকাল ট্রেনের টিকিট বা Monthly Pass কাটবেন।
এখন আর লাইনে দাঁড়িয়ে লোকাল ট্রেনের টিকিট বা Monthly Pass কাটার ঝামেলা নেই। রাস্তায় চলতে চলতে ও টিকিট কাটতে পারবেন। তার জন্যে আপনার একটি স্মার্ট ফোন ও স্মার্ট ফোনটিতে UTS App চাই। মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই সহজে টিকিট ও মাসিক কাটতে পারেন। এই পোস্টে ধাপে ধাপে সবকিছু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হলো। আপনার মোবাইল কিভাবে UTS App টি Install করবেন ও Registration কিভাবে করবেন UTS এ ক্লিক(Click) করুন।
প্রয়োজনীয় জিনিস
✔ অ্যান্ড্রয়েড মোবাইল
✔ ইন্টারনেট কানেকশন
✔ Google Pay / PhonePe / UPI Payment Apps
✔ বৈধ মোবাইল নম্বর
ধাপ ১: UTS on Mobile অ্যাপ ইনস্টল করুন
Google Play Store খুলুন
সার্চ করুন: UTS on Mobile
Install করুন.
ধাপ ২: রেজিস্ট্রেশন করুন
অ্যাপ খুলে Register চাপুন
মোবাইল নম্বর দিন
OTP দিয়ে ভেরিফাই করুন
নাম, পাসওয়ার্ড সেট করুন
ধাপ ৩: লোকাল ট্রেনের সাধারণ টিকিট কাটার নিয়ম
UTS অ্যাপ খুলুন
Book Ticket অপশন চাপুন
Normal Booking নির্বাচন করুন
From Station ও To Station নির্বাচন করুন
Ticket Type (Single / Return) বাছুন
Payment করুন (UPI / Card)
পেমেন্ট করার টিকিট সাথে সাথে মোবাইলে Ticket চলে আসবে।
ধাপ ৪: বাড়িতে বসে Monthly Pass কাটার নিয়ম
UTS অ্যাপ খুলুন
Season Ticket অপশন চাপুন
New Season Ticket নির্বাচন করুন
From – To স্টেশন নির্বাচন করুন
সময়কাল (1 Month / 3 Month) বাছুন
Payment করুন
প্রথমবার Monthly কাটার সময় ID verification proof লাগবে ।
Monthly Pass রিনিউ করার নিয়ম
UTS অ্যাপ → Season Ticket
Renew Season Ticket নির্বাচন করুন
Payment করুন
Monthly Pass Ticket রিনিউ হয়ে যাবে।
No comments:
Post a Comment