Sunday, 31 May 2020

এখন থেকে থেকে WhatsApp থেকেই বুক করা যাবে রান্নার গ্যাস জেনে নিন

এখন থেকে হাতের মুঠোয় থাকা Smart phone  থেকেই অনেক সহজে, কম সময়ে রান্নার গ্যাস বুক করা যাবে।

BPCL(Bharat gas) আর Indane gas company WhatsApp থেকে সহজে রান্নার গ্যাস বুকিং-এর ব্যবস্থা চালু করেছে।

পদ্ধতি: 

১) এর জন্য প্রথমেই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর গ্যাস সিলিন্ডার বুকিং-এর নম্বরটি (1800224344) মোবাইলে সেভ করে নিন।

২) এর পর  থেকে WhatsApp-এ থেকে ওই নম্বরটি (1800224334) ‘Hi’ লিখে মেসেজ পাঠিয়ে দিন।

৩) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর তরফ থেকে কনফার্মেশন মেসেজ পাওয়ার পর গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য WhatsApp-এ ‘1’ অথবা ‘BOOK’ লিখে পাঠিয়ে দিতে হবে (1800224344)-এই নম্বরে।


৪) এর পর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর তরফ থেকে গ্যাস সিলিন্ডার বুকিং কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন সঙ্গে বুকিং আইডি।

 

Indane gas company এই WhatsApp-এ বুকিংয়ের পরিষেবা আগেই চালু হয়েছে। Indane gas সিলিন্ডার বুকিং-এর নম্বরটি হল (7588888824)।

No comments: