Auto News: Upcoming Cars and Bikes, New Launches, Price and Reviews | Times of India

Friday, 1 November 2019

How to Register in WBSEDCL( আপনি কিভাবে ইলেকট্রিক কোম্পানির Website এ Registration করবেন )

How to Register in WBSEDCL( আপনি  কিভাবে ইলেকট্রিক কোম্পানির Website এ Registration করবেন )
আপনি যদি WEST BENGAL ELECTRIC BOARD এর Website এ Registration করে নেন তাহলে অনেক সুবিধা পেতে পারেন।যেমন আপনি বাড়িতে বসেই ইলেকট্রিক বিল দিতে পারেন। আপনার বিল বাড়িতে বসেই দেখে নিতে পারেন।Payment Details  দেখতে পারেন।মোবাইল নম্বর Update করতে পারবেন।Email_ID যোগ করতে পারবেন। আপনার ইলেকট্রিক অফিসে যাবার দরকার পরবে না। আসুন জেনে নেই কিভাবে Registration করবেন।
1. প্রথমে আপনাকে WEST BENGAL ELECTRIC BOARD এর Website এ যেতে হবে বা এই লিঙ্ক টির উপর ক্লিক করুন WBSEDCL
2. Consumer Registraion এ ক্লিক (Click) করুন
3. Consumer ID লিখুন যেটা আপনি আপনার বিলে পেয়ে যাবেন। নিচের ছবিটা  দেখুন
4. Continue তে  ক্লিক (Click) করুন।
5. Installation No. লিখুন যেটা আপনি আপনার বিলে পেয়ে যাবেন(উপরের ছবিতে দেখানে হয়েছে)  এবং Continue তে  ক্লিক (Click) করুন।
6.  আপনার মোবাইল নম্বর টা  লিখুন এবং Send OTP তে  ক্লিক (Click) করুন।

7. আপনি আপনার মোবাইল নম্বরে একটি 6 digit OTP পাবেন।

8. OTP টা লিখুন এবং Submit এ ক্লিক (Click) করুন

9.  যার নামে  মিটার তার নাম আসবে।নাম ঠিক তাকলে আপনার বৈধ্য Email_id টা লিখুন। নিজের পছন্দ মতন password লিখুন। Confirm এ ক্লিক (Click) করুন.
10.  আপনার Registration  সম্পূর্ণ হয়েছে। আপনি এইবার কনসিউমার নম্বর(Consumer) ও (Password) দিয়ে wbsedcl Website এ Login করতে পারবেন। Consumer Login page এ যান Username এ Consumer id লিখুন এবং password টা লিখুন। Login এ ক্লিক (Click) করুন.
আপনি আপনার যাবতীয় তথ্য দেখতে পাবেন।


No comments: