বাড়িতে বসেই Electric Bill দেখে নিন
প্রতি তিন মাস অন্তর আপনি Elecctric Bill পান। যত্ন করে রেখে দেন যাতে হারিয়ে না যায়। হারিয়ে গেলেও ভয়ের কিছু নেই , আপনি বাড়িতে বসেই Elecctric bill টা পেতে পারেন। আসুন জেনে নেই কি করে তা সম্ভব।
1. প্রথমে আপনাকে WEST BENGAL ELECTRIC BOARD এর WEBSITE এ যেতে হবে বা এই লিঙ্ক টির উপর ক্লিক করুন WBSEDCL
2. আপনি যদি Register User না হন তাহলে View Bill এ ক্লিক (Click) করুন।
(কিভাবে Register User হবেন জানতে Consumer Registration এই Link টির উপর ক্লিক (Click) করুন)
আপনার Consumer ID ও Installation Number টা লিখুন। আপনি কোনো পুরনে বিলে এই দুটি নম্বর পেয়ে যাবেন। নিচের ছবি টা দেখুন।
Captcha Code টা লিখুন এবং Verify এ ক্লিক (Click) করুন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpKaNNkFaur04PejRy249l1lGSR6zWfwzoEMY5rPgL2BVFbENHl4cyI_DytZym8NIUZfgYVQ141CbABUaHK9aVlGEloRi9hsOr-ihIIRLZMvCWhm84kgxsGrWb7DzbSMEmsy01sxr4c2z8/s1600/icon.png)
আপনি যদি Register User হন তাহলে Consumer Login এ ক্লিক (Click) করুন।
User Name এ আপনার Consumer ID টা লিখুন।
আপনার Password টা লিখুন।
Login এ ক্লিক (Click) করুন।
View Bill Summary তে ক্লিক (Click) করুন। আপনি আপনার Bill দেখতে পারবেন।
Smart Phone এর সাহায্যে
আপনার Smart phone এ Vidyut Sahayogi app টি খুলুন।
বিল পর্যবেক্ষণ এ tab করুন।
আপনার নাম এবং Consumer ID দেখতে পাবেন। > চিহ্নে tab করুন।
আপনি আপনার বিল দেখতে পাবেন।
No comments:
Post a Comment