Saturday, 15 April 2023

সংবিধান প্রণেতা ডঃবাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী

 

▪️জন্ম - 14ই এপ্রিল, 1891
▪️গ্রাম :- মৌ (MHOW), জেলা:- ইন্দোর
▪️রাজ্য:- মধ্যপ্রদেশ
▪️পিতা :- রামজি সকপাল ( ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত ছিলেন।)
▪️মাতা :- ভীমা বাই
▪️স্ত্রী :- রামা বাই আম্বেদকর
▪️ভাই :- বলরাম, আনন্দরাও ও ভীমরাও
▪️বোন :- মজ্ঞুলা, গঙ্গা ও তুলসী
( চরম দারিদ্রতার ১৪ সন্তানের মধ্যে কেবলমাত্র তিন পুত্র ও তিন কন্যা জীবিত ছিলেন।)

▪️জাতি:- মাহার (Mahar) , তৎকালীন ভারতে অস্পৃশ্য জাতি হিসেবে মানা হত।

▪️১৮৯৪:- সাতারা, মহারাষ্ট্রে :- 
রামজি সকপাল সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর সাতারাতে পরিবারকে নিয়ে আসেন। এর দু'বছর পর ভীমরাও এর মাতা পরলোকগমন করেন । তারপর বাল্যাবস্থা পিসি মীরাবাঈ -এর কাছে কাটে।
▪️১৮৯৭:- Elphinstone High school, Bombay -তে ভর্তি
 হন।
▪️১৯০৭:-‌ High school উত্তীর্ণ হন। সমাজের পিছিয়ে পড়া জাতির মধ্যে শুধুমাত্র তিনি High school পাস করেন।

▪️১৯১২:- বি.এ স্নাতক; বিষয়:- Economics and Politics

▪️১৯১৩:- স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের জন্য আমেরিকা যাত্রা।

▪️১৯১৫:- এম.এ ডিগ্রি লাভ, Columbia University

▪️১৯১৬:- পিএইচডি তে প্রবেশ। গবেষণা পত্রক :- Evolution of Province finance in British India

▪️১৯১৬:- আইন নিয়ে পড়াশোনা, এবং অর্থনীতি নিয়ে গবেষণা, London school of Economics -এ।

▪️১৯১৭ :- স্কলারশিপের সময়সীমা শেষ হওয়ার জন্য পড়াশোনা এবং গবেষণা মাঝ পথে থামিয়ে তিনি ভারতে ফিরে আসেন।

▪️১৯২০:- পুনরায় ইংল্যান্ড গমন - নিজের জমানো টাকা ও বন্ধুদের সাহায্যে।

▪️১৯২৩:- "Problems of the Rupee" - বই এর আত্মপ্রকাশ।

▪️১৯২৭:- ৮ই জুন, সাম্মানিক Doctorate লাভ করেন, London University থেকে।

▪️ভারতে আম্বেদকর ▪️

১৯২৬:- বোম্বাই বিধানসভা পরিষদের সদস্য হন।

১৯৩২:-  পুনা প্যাক্ট স্বাক্ষর :-
ডঃ আম্বেদকর এবং পন্ডিত মদনমোহন মালব্যের মধ্যে। যেখানে বলা হয় সমাজের অস্পৃশ্য জাতির সংরক্ষণের কথা।

১৯৩৫:- ১৩ই অক্টোবর, অধ্যক্ষ হন, Govt Law College, Bombay। এই প্রতিষ্ঠানে তিনি দুই বছর কর্মরত ছিলেন।

১৯৩৬:- Independent Labor Party- এর প্রতিষ্ঠা করেন।

১৯৩৭:- প্রথমবার বিধানসভা নির্বাচনে ১৫ টি পদে জয়লাভ করেন।

১৯৪১-১৯৪৫:- বেশ কয়েকটি বই প্রকাশ করেন। তার মধ্যে একটি ছিল - " Thoughts on Pakistan"-- যেখানে তিনি মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে তৎকালীন জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের  কঠোর ভাবে সমালোচনা করেন। অবিভক্ত ভারতকে তিনি স্বাধীন হিসেবে দেখতে চেয়েছিলেন।

• গণতান্ত্রিক ভারতের সংবিধান রচনা:-

•১৯৪৭:- ১৫ই আগষ্ট, স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী।

•১৯৫০:- ২৬শে জানুয়ারি, স্বাধীন ভারতের সর্বস্তরের মানুষের জন্য নতুন আইন প্রণয়ন করেন - যা ভারতের সংবিধান হিসেবে সারাদেশে ঘোষণা করা হয়।
তাঁর ই বিচারধারা অনুসরণ করে Reserve Bank of India তৈরি করা হয়। 

১৯৫৬:- ১৪ই অক্টোবর, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।

১৯৫৬:- ৬ই ডিসেম্বর, অক্লান্ত পরিশ্রমের পর ঈশ্বরের কাছে ইহলোক ত্যাগ করেন।

প্রথম ভারতীয় যিনি বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

No comments: