Auto News: Upcoming Cars and Bikes, New Launches, Price and Reviews | Times of India

Saturday, 3 June 2023

কিছু বাংলা মজার কথা


১) পৃথিবীর সবচেয়ে পারফেক্ট জুটি হলো "জুতো" কারণ একটা হারিয়ে গেলে আরেকটা অচল হয়ে যায়।☺☺


২) প্রতিদিন মানুষ মা কালীর দিব‍্যি খেয়ে এত মিথ‍্যা বলে যে, সেই লজ্জাতেই তিনি জিভ বের করে থাকেন।


৩) সবথেকে কষ্টকর আওয়াজ !!  আপনি যে নম্বরে কল করছেন, তিনি এখন অন্য কলে ব‍্যস্ত আছেন।


৪) খাবারে বেশি তেল দিতে নেই আর লোকজনকে তো একদমই দিতে নেই।


৫) কিছু মানুষের ব্রেন আর পৌরসভার ড্রেন কখনোই পরিষ্কার থাকে না।


৬) জীবনে ছোটখাটো পাপ করা উচিৎ নইলে বুড়ো বয়সে গঙ্গা স্নান করতে গিয়ে কি ধোবেন ?


৭) একবার নিজের হৃদয়কে প্রশ্ন করলাম - ভালোবাসা কি ? হৃদয় বললো - দেখ ভাই, আমার কাজ হচ্ছে রক্ত পাম্প করা, সিলেবাসের বাইরে প্রশ্ন করিসনা।


৮) মানুষের পিছনে কাঠি দিয়েই যদি বড় হওয়া যায় তাহলে Complan আছে কিসের জন‍্য ??


৯) বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই !  লাইফে শুধু বাঁশটাই পেলাম চাঁদ টা গেল কই ?


১০) পাঞ্জাবে সেলুন আর হেলমেটের ব‍্যবসা করে কেউ সফল হতে পারবে না।


১১) মানুষ যে-ভাবে উপদেশ দেয়, সে-ভাবে যদি টাকা দিতো তাহলে এত দিনে বড়লোক হয়ে যেতাম ¡


১২) যখন কেউ বলে .... আমাকে তো ভুলেই গেছো! তখন একটাই কথা মাথায় আসে, মনে রাখার মত কিছু করেছিলে?


১৩) নিজের ভবিষ‍্যৎ দেখতে চান ?  তাহলে চোখ বন্ধ করুন পরিষ্কার দেখতে পাবেন, অন্ধকার।


১৪) এক অফিসের বাইরে লেখা ছিল, টিপ সই দেওয়ার পর আঙ্গুলের কালি দেওয়ালে মুছবেন না। 

ওপরের লেখাটা পড়তে জানলে কি কেউ টিপ সই দেয়??

No comments: