Friday, 10 December 2021

সরকারি হাসপাতালে সুচিকিৎসার সুযোগ নিতে টিকিট কাটুন অনলাইনেই !!!

সরকারি হাসপাতালে সুচিকিৎসার সুযোগ নিতে টিকিট কাটুন অনলাইনেই !!!

================================

 এবার সরকারি হাসপাতালের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা হাপিত্যেশ হয়ে টিকিট কেটে রোগী দেখানোর দিন শেষ হচ্ছে !!

দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে নয়,  এবার বাড়িতে বসে নিজের স্মার্ট ফোন থেকেই কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট !!

এবার এমনই একটা সুযোগ এনে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর !! 

আসুন দেখে নি কি ভাবে এই সুবিধা:-

 প্রথমে ভিজিট করুন স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in

 এরপর Select করুন 'OPD Tickests Booking' এই অপশন। 

অথবা ক্লিক করুন নিচের লিঙ্কে- 

https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx

 এরপর একটি ফোন নাম্বার দিয়ে Verify করুন, যেটাতে আপনি OTP পেতে চান !!

 এবার আপনার ফোনে প্রাপ্ত OTP নাম্বারটি দিয়ে ফোন নাম্বার ফেরিভাই করুন !!

 নাম্বার ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলবে,সেখানে Drop down menue থেকে Select করুন কোন সরকারি হসপিটালের OPDএর টিকিট নিতে চান সেটা দিন !!

 যে তারিখে, আপনার পছন্দের যে ডাক্তারবাবুকে যত নাম্বার রুমে দেখাতে চান সেই সমস্ত তথ্য সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করুন.

এর পর একটি পেজ আসবে  সেটিকে কম্পিউটার  সেভ করুন আর ওটাই হল আপনার outdoor এর টিকিট  , পরে এটিকে print করে নিয়ে হাসপাতাল নির্ধারিত দিনে চলে আসুন , কোনো outdoor  টিকেটের জন্যে লাইন দিতে হবে  না তাহলেই আপনার কাজ শেষ !!

★রাজ্যের যে সমস্ত মেডিক্যাল কলেজ হসপিটালে এই সুবিধা চালু হলো সেগুলোর তালিকা নিচে দিলামঃ-

 N.R.S. MEDICAL COLLEGE & HOSPITAL

 S.S.K.M HOSPITAL & IPGMER

 R.G.KAR MEDICAL COLLEGE & HOSPITAL

 CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE & HOSPITAL

 MURSHIDABAD MEDICAL COLLEGE & HOSPITAL

 BANKURA SAMNILANI MEDICAL COLLEGE & HOSPITAL

 IPGMER & SSKM Annex-1 BANGUR INSTITUTE OF NEUROSCIENCES

 MALDA MEDICAL COLLEGE & HOSPITAL

 MIDNAPUR MEDICAL COLLEGE & HOSPITAL

 BARDWAN MEDICAL COLLEGE & HOSPITAL

 NORTH BENGAL MEDICAL COLLEGE & HOSPITAL

 PURULIA GOVT MEDICAL COLLEGE & HOSPITAL/DEBEN MAHATO SADAR HOSPITAL

 COOCHBEHAR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL, MJN HOSPITAL

 RAIGANJ GOVT MEDICAL COLLEGE & HOSPITAL

 DIAMOND HARBOUR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL

 RAMPURHAT GOVT MEDICAL COLLEGE & HOSPITAL

1 comment:

Unknown said...

It will help us for outdoor doctor visit