Auto News: Upcoming Cars and Bikes, New Launches, Price and Reviews | Times of India

Saturday, 18 December 2021

আপনি কি জানেন PAN Card-এর এই ১০ অঙ্কের নম্বরের অর্থের মানে ?


প্যান কার্ড (PAN Card) কী ?
প্যান কার্ড নম্বর হল বর্ণমালা (Alphabet ) এবং সংখ্যা (Number ) এর  সমন্বয়ে  গঠিত একটি  অনন্য সংখ্যা যেটি ভারতীয় আয়কর  বিভাগ (Income Tax Department)  থেকে  দেয়া হয়।

 ভারতীয় নাগরিক হিসেবে প্যান কার্ড একটি  গুরুত্বপূর্ণ নথি। ভারতীয় আয়কর বিভাগ (Income Tax Department) এই নথির সাহায্যে যে কোনও ব্যক্তির আর্থিক বিষয়ে তথ্য জানতে পারবেন। সরকারি, বেসরকারি চাকরি  কিংবা পোস্ট অফিস, ব্যাঙ্ক সহ (PAN Card) একাধিক কাজে প্রয়োজন হয়।  প্যান কার্ডে (PAN card) যে ১০ নম্বর থাকে, তাকে  পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number) বলা হয়।  

PAN Card-এর এই ১০ অঙ্কের নম্বরের অর্থ জানেন ??
এই নম্বরের মাধ্যমে যে কোনও ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায় সরকারি ব্যাখ্যা অনুসারে। আর এই প্রত্যেক নম্বরের একটাই আলাদা আলাদা  অর্থ!  

    PAN card à  BAYPM 2362K    
                                                                           
প্রথম পাঁচটি বর্ণমালার  প্রথম তিনটি অক্ষর"BAY" থাকে, সেটি AAA থেকে  ZZZ হয়  এবং এটি ভারতীয় আয়কর বিভাগ (Income Tax Department) থেকে  দেয়া হয়। 

     BAYPM 2362K
                 
চতুর্থ অক্ষর "P"প্যান কার্ডের (PAN Card) ব্যাক্তির অবস্থা উপস্থাপিত করে। 

"P"  উপস্থাপিত করে  Individual কে। 

"C" উপস্থাপিত করে Company কে।  

"H" উপস্থাপিত করে Hindu Undivided Family (HUF) কে। 

"A" উপস্থাপিত করে Association of Persons (AOP) কে। 

"B" উপস্থাপিত করে Body of Individuals (BOI) কে। 

"G" উপস্থাপিত করে Government Agency কে। 

"J" উপস্থাপিত করে Artificial Juridical Person কে। 

"L" উপস্থাপিত করে Local Authority কে। 

"F" উপস্থাপিত করে Firm/ Limited Liability Partnership কে। 

"T" উপস্থাপিত করে Trust কে। 


     BAYPM 2362K
               ↓
পাঁচ নম্বর অক্ষর "M" কার্ডের ব্যাক্তির প্রথম নাম (First Name) অথবা  শেষ নাম (Surname)  হিসাবে করা হয়।  প্যান  কার্ড বাক্তি ছাড়া (Non Individual) অন্য কিছু হলে প্রথম নাম (First Name) হিসাবে করা হয়।

  BAYPM 2362K
                                          
প্যান কার্ডের চার অঙ্ক "2362"লেখা হয়ে থাকে, এটি 0001 থেকে নিয়ে ৯৯৯৯ পর্যন্ত যে কোনও কিছু সংখ্যা দেওয়া  হয়ে থাকে। এটিও আয়কর বিভাগ থেকেই দেওয়া হয়ে থাকে। 

 BAYPM 2362K
                        ↓
     প্যান কার্ডের  শেষট অক্ষর "K" Alphabetic হিসেব অক্ষর হয়ে থাকে। 



1 comment:

Unknown said...

Very good information