২০০৪ সাল থেকে ঘূর্ণিঝড় এর নাম করন করা শুরু হয়। বঙ্গোপসাগরের
উপর বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে।
এখানে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় এর নাম হল:-
১। ঘূর্ণিঝড় অনিল ও অগ্নি:- অনিল সৃষ্টি হয় ১লা অক্টোবর ২০০৪। অগ্নি সৃষ্টি হয় ২৮শে
নভেম্বর ২০০৪।
২। ঘূর্ণিঝড় বাজ:- বাজ সৃষ্টি হয় ২৮ শে নভেম্বর ২০০৫।
৩। ঘূর্ণিঝড় মালা:- মালা তৈরি হয় ২৪ এপ্রিল থেকে
৩০ এপ্রিল ২০০৬ সাল।
৪। ঘূর্ণিঝড় সিডর:- সিডর সৃষ্টি হয় ১১ নভেম্বর ২০০৭। এটি বাংলাদেশ ও
ইন্ডিয়াতে খুব ক্ষতি হয়েছিল।
5। ঘূর্ণিঝড় নার্গিস : নার্গিস সৃষ্টি হয় ২৬ এপ্রিল
২০০৮।
৬। ঘূর্ণিঝড় আইলা: ঘূর্ণিঝড় আইলা সৃষ্টি হয় ২২ মে
২০০৯। এই ঝড় বাংলাদেশ, সংদেশখালি, গোসবা ও কলকাতাতে খুব প্রভাব ফেলেছিল।
৭। ঘূর্ণিঝড় লাইলা : ঘূর্ণিঝড় তৈরি হয় ১৭ মে ২০১০ সালে। এই ঘূর্ণিঝড় চেন্নাইতে খুব ক্ষতি হয়েছিল।
৮। ঘূর্ণিঝড় থানে : এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ২৫ ডিসেম্বর
২০১১। এই ঝড় তামিলনাড়ু ও পুডুচেরী ক্ষতি হয়েছিল ।
৯। ঘূর্ণিঝড় নিলাম: এই ঝড় তৈরি হয় ২৮ ডিসেম্বর ২০১২, ক্ষতিগ্রস্ত দেশ হল
শ্রীলঙ্কা।
১০। ঘূর্ণিঝড় ফাইলিন, হেলেন ও লেহার : ঘূর্ণিঝড় ফাইলিন সৃষ্টি হয় ৬ অক্টোবর ২০১৩, ঘূর্ণিঝড় হেলেন তৈরি
হয় ১৯ নভেম্বর ২০১৩ ও ঘূর্ণিঝড় লেহার সৃষ্টি হয় ২৩ নভেম্বর।
১১। ঘূর্ণিঝড় হুদহুদ ও নানক : ঘূর্ণিঝড় হুদহুদ তৈরি হয় ৭ অক্টোবর ২০১৪। এই ঝড়ের
গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় নানক সৃষ্টি হয় ১০ জুন ২০১৪, গতিবেগ ছিল ঘণ্টায়
৮৫ কিলোমিটার ।
১২। ঘূর্ণিঝড় কোমেন : ঘূর্ণিঝড় কোমেন সৃষ্টি হয় ২৯
জুলাই ২০১৫ ও গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।
১৩। ঘূর্ণিঝড় রোযানু, ভারদহ ও নাদা : ঘূর্ণিঝড়
রোযানু তৈরি হয় ১৯ মে ২০১৬, এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় ভারদহ সৃষ্টি হয় ৭ ডিসেম্বর ২০১৬ ও এই ঝড়ের গতিবেগ
ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। নাদা ঘূর্ণিঝড় তৈরি হয় ২৯ নভেম্বর ২০১৬ , এরগতিবেগ ছিল ঘণ্টায়
৭৫ কিলোমিটার।
১৪। ঘূর্ণিঝড় মারুথা, মোরা ও ওখি: ঘূর্ণিঝড়
মারুথা সৃষ্টি হয়েছিল ১৫ এপ্রিল ২০১৭ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়
মোরা তৈরি হয়েছিল ২৮ মে ২০১৭ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। ওখি ঝড় সৃষ্টি হয়েছিল ২৯ নভেম্বর
২০১৭ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।
১৫। ঘূর্ণিঝড় তিতলী, ফেথাই ও গাজা : ঘূর্ণিঝড়
তিতলী সৃষ্টি হয়েছিল ৮ অক্টোবর ২০১৮ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়
গাজা তৈরি হয়েছিল ১০ নভেম্বর ২০১৮ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ফেথাই ঝড় সৃষ্টি হয়েছিল ১৩ ডিসেম্বর ২০১৮ ও এর
গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার।
১৬। ঘূর্ণিঝড় বুলবুল, ফণী, মাহা ও হিকা : ঘূর্ণিঝড়
বুলবুল সৃষ্টি হয়েছিল ৫ নভেম্বর ২০১৯ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ফণী ঝড়
সৃষ্টি হয়েছিল ২৬ এপ্রিল ২০১৯ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় মাহা
হয়েছিল ৩০ অক্টোবর ২০১৯ ও এর গতিবেগ ছিল ঘণ্টায়
১৭৫ কিলোমিটার। হিকা ঝড় সৃষ্টি হয়েছিল ২২ সেপ্টেম্বের ২০১৯ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
১৭। ঘূর্ণিঝড় আমফান: ঘূর্ণিঝড় আমফান তৈরি হয়েছিল ১৮
মে ২০২০ সালে। এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার ও এর প্রভাব কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, দীঘা, মেদিনীপুর সবথেকে
বেশি ক্ষতি হয়েছিল।
১৮। ঘূর্ণিঝড় ইয়াস ও জওযাদ: ঝড় ইয়াস সৃষ্টি হয়েছিল ২৩ মে ২০২১ ও এর গতিবেগ ছিল ঘণ্টায়
১৪০ কিলোমিটার। ঝড় জওযাদ ২ ডিসেম্বর ২০১২ সালে
হয়েছিল, এর গতিবেগ ছিল ঘণ্টায়
৭৫ কিলোমিটার।
১৯। ঘূর্ণিঝড় অশনি: ঘূর্ণিঝড় অশনি হয়েছিল ৭ মে ২০২২ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার।
২০। ঘূর্ণিঝড় মোচা ও বিপর্যয়: ঘূর্ণিঝড় মোচা হয়েছিল ৭ মে ২০২৩ ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার।
ঘূর্ণিঝড় বিপর্যয় হয়েছিল ৬ জুন ২০২৩
ও এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিলোমিটার।
। ঘূর্ণিঝড় দানা: ঘূর্ণিঝড় দানা হয়েছিল ২২ অক্টোবর 2024 ও এর গতিবেগ ছিল ঘণ্টায়
১১০ কিলোমিটার। এইই ঝড় ল্যন্ডফল করেছিল ওড়িশায়।
No comments:
Post a Comment