Thursday, 17 October 2019

প্যান কার্ডে নাম, জন্ম তারিখ ভুল থাকলে বাড়িতে বসেই কি করে ঠিক করবেন

প্যান কার্ডে নাম, জন্ম তারিখ ভুল থাকলে বাড়িতে বসেই কি করে ঠিক করবেন। 


 প্যান কার্ডে কোনো ভুল থাকলে , দুশ্চিন্তা করার কোনো দরকার নেই।প্যান কার্ডের কোনো তথ্য ভুল থাকলে ঠিক করা যায় । আপনি বাড়ি বসেই ঠিক করতে পারবেন। আসুন জেনে নেই কিভাবে অনলাইনে প্যান কার্ডের নাম, জন্মের তারিখ বা বাবার নাম ভুল ঠিক করবেন।

সবার প্রথমে আপনাকে প্যান কার্ডের ওয়েবসাইটে যেতে হবে- https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

একটি ফর্ম খুলে যাবে ফর্মটি পুরণ করুন 


1. APPLICATION TYPE  Select করুন Changes or Correction in existing PAN Data.
2. Category তে INDIVIDUAL Select করুন
3. Title (পুরুষ  হলে Shri/ বিবাহিত মহিলা হলে Smt / অবিবাহিত মহিলা হলে  Kumari) Select করুন
4. Last Name/Surname (পদবি ) First Name (নামের প্রথম শব্দ ) Middle Name (নামের বাকি অংশ ) লিখুন
যদি আপনার নাম হয় Prokash Kumar Gupta. তাহলে Last Name Gupta, First Name Prokash, Middle Name Kumar.
5. Date of Birth, আপনার বৈধ Email id এবং Mobile Number টা  লিখুন।
বৈধ Email id তৈরি  করতে Click to Create Email

6. আপনার প্যান কার্ডের নাম্বার টা লিখুন 
7. Captcha Code type করুন।
8. Click to Submit

8. Click to Submit
Token Number টা লিখে রাখুন।
9.Click to Continue with Pan Form

10. যদি আপনার Aadhaar Card ও Aadhaar Card এর সঙ্গে Link করা mobile Number থাকে তাহলে "Submit Digitally through e- KYC & e-Sign (Paperless)" Select করুন।  এক্ষেত্রে কোনো Document পাঠাতে  হবে না.
Aadhaar Card এর সঙ্গে কিভাবে mobile Number Link করবে জানতে click to REGISTER MOBILE WITH AADHAAR
11.  যদি আপনার Aadhaar Card ও Aadhaar Card এর সঙ্গে Link করা mobile Number না থাকে তাহলে "Forward application document physically" Select করুন। এক্ষেত্রে Document পাঠাতে  হবে
12. Personal details, Contact & Other Details fill up করুন। Click To Next
13. AO Code Search করে Select করে নিন.
14. Document Details গিয়ে আপনি যে Documet দিতে চান  সেই Documet Select করুন।
15. Declaration এ Himself/herself Select করুন।
16. Enter your Place.


17. Click to Submit
18. Form 49A বা Form 49AA আপনার সামনে আসবে
19. যদি সব ঠিক থাকে তাহলে Click to CONFIRM


20. Select Any Payment Option and Make Payment.

Charges chart:


21. আপনার payment সম্পূর্ণ হলে আপনার Email ও Mobile Number এ একটি Acknowledge No. আসবে। Acknowledge No (N- 15 DIGIT) সাহায্যে আপনি আপনার Application এর  Status Check করতে পারবে.
CLICK to Check Status Pan Application Status
22. "Forward application document physically" Select করে থাকলে আপনার Email এ FORM 49A বা 49AA  এর pdf file আসবে। Form টি Download করে print বের করে নিন. Signature ও  আপনার ছবি paste করে নিচের Address এ পাঠিয়ে দিন.

INCOME TAX PAN SERVICES UNIT (Managed by NSDL e-Governance Infrastructure Limited), 5th Floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune - 411 016.

No comments: