Auto News: Upcoming Cars and Bikes, New Launches, Price and Reviews | Times of India

Friday, 25 October 2019

বাড়িতে বসে আপনি কি করে PF এর টাকা তুলতে পারবেন

বাড়িতে বসে আপনি কি করে PF এর টাকা তুলতে পারবেন

1. প্রথমে আপনাকে যেতে হবে  UAN Member Porta এ বা UAN Member Porta উপর ক্লিক করুন
2. আপনি আপনার UAN নম্বরটি  লিখুন
3. আপনার PASSWORD টা লিখুন
4. সঠিক Captcha টা লিখুন এবং Sign In -এ  ক্লিক(click) করুন

5.আপনি মেনু বারে Online Services মেনুটি দেখতে পাবেন। মেনুটি Select করে CLAIM(FORM-31,19,10C&10D)-এ ক্লিক করুন.




6. আপনি আপনার ব্যাঙ্ক একাউন্ট নম্বরের (Bank Account Number) শেষ চারটে সংখ্যা (last 4 Digit)  লিখুন এবং  Verify-এ ক্লিক(click) করুন



7.  yes ক্লিক(click) করুন




 

8.  Proceed For Online Claim ক্লিক(click) করুন
9. I Want To Apply For --> PF ADVANCED (FORM-31) সিলেক্ট করুন

10. Select your purpose for which advanced is required (example Construction of House) আপনি কিসের জন্য টাকা তুলছেন সেটা সিলেক্ট করুন (উদাহরণ: বাড়ী মেরামতি )

11.ব্যাঙ্ক-এর পাসবুক বা চেক বুক SCAN করে Upload করুন।  (Only JPG and JPEG file of minimum 100KB & Maximum 500 KB size is supported).

12. The Declaration- টিতে টিক দিন.  Get Aadhaar OTP ক্লিক(click) করুন






13. আপনার  যে মোবাইল নম্বরটা  আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে  সেই মোবাইল নম্বরে একটি  6 Digit OTP আসবে।
 14. OTP টা লিখুন এবং Validate OTP and Submit Claim Form ক্লিক(click) করুন।





15. আপনি উপরের মেসেজ টা দেখতে পাবেন। মানে আপনার ক্লেম (CLAIM) সম্পূর্ণ হয়েছে। আপনি আপনার ব্যাংকে 20-30 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার CLAIM DETAILS জানতে পারবেন। তার জন্যে আপনাকে pdf File টি  Download করতে হবে. আপনার Download করা pdf File টি নিচের মতো দেখতে হবে.
 
16. Claim Staus চেক করতে আপনাকে  Online services মেনুতে গিয়ে TRACK CLAIM STATUS  ক্লিক(click) করতে হবে.

No comments: